সুকান্তের হস্তাক্ষরে কবিতার পাণ্ডুলিপি
Original price was: 150.00৳ .112.50৳ Current price is: 112.50৳ .
উৎসর্গ
পরলোকগত পিতা সূর্যকান্ত ঘটক চৌধুরীর
পবিত্র স্মৃতির উদ্দেশে
জীর্ণ দালানের ভিতে শিশু চারাগাছকে
মাথা তুলতে দেখে
আঁতকে উঠোনি তুমি-
অভ্যর্থনা জানিয়েছিলে চোখের খুশির আলো ফেলে।
নবজাতকের আবির্ভাবে
রোমাঞ্চিত হয়ে উঠতে দেখেছি
তোমার দিগন্তের উৎসুক আকাশ।
তারপর অকস্মাৎ শিশু চারাগাছের মৃত্যুর খবর পেয়ে
জল ঝরেছিল তোমার দু-চোখ বেয়ে-
তার রং ছিল ধূসর, স্বাদ ছিল লবণাক্ত।
কবি চলে যাওয়ার পর
পাণ্ডুলিপিতে চোখ বুলাতে বুলাতে
আবার ঝরে পড়েছিল দু-ফোটা অশ্রু
তোমার চোখ থেকে-
সে-অশ্রু দুঃখের না আনন্দের
সে কথা জানতে পারলো না আর কোনদিন।
রথীন্দ্র
বালুচর,
পালং (ফরিদপুর)
২১ ফেব্রুয়ারি ১৯৫৩
কবি-কিশোর সুকান্ত বাংলা প্রগতি-সাহিত্যের অনন্যসাধারণ চরিত্র। একুশ বছর না পেরোতেই তিনি যক্ষ্মা রোগাক্রান্ত হয়ে ঢলে পড়েছিলেন মৃত্যুর কোলে। স্বল্পায়ু জীবনে যেমন প্রগতি-আন্দোলনের নানা কর্মকাণ্ডের সঙ্গে নিবিড় সম্পৃক্তি গড়ে তুলেছিলেন, তেমনি অসাধারণ সব কবিতার মধ্য দিয়ে নিজের জন্য করে নিতে পেরেছিলেন আলাদা আসন। বয়সে অনতিতরুণ হলেও রচিত কবিতার মধ্য দিয়ে অবিস্মরণীয় অনেক পঙ্ক্তির জন্ম দিয়েছেন তিনি, যা আজো কাব্যপ্রেমীদের মুখে মুখে ফেরে। এতদ্সত্ত্বেও সুকান্তের রচনা অপূর্ণতার বেদনায় আচ্ছন্ন করে পাঠকের চিত্ত, কেননা তাঁর প্রতিশ্রুতির ঝলক মাত্র দেখা গেল, আলোক-উদ্ভাসিত হলো না কবির মনন ও চরিত্র। এই অপূর্ণতার দুঃখবোধ কখনো তো মোচন হওয়ার নয়, তবু কবি যা লিখে গেছেন তা অবলম্বন করেই আমাদের বুঝে নিতে হবে কবির হৃদয় ও মনন। এই প্রয়াসে এক বিশিষ্ট মাত্রা যোগ করেছেন সাহিত্যসেবী ও সংস্কৃতি-গবেষক রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরী তাঁর সংগ্রহে দীর্ঘদিন আগলে রাখা সুকান্তের হস্তাক্ষরে কবিতার পাণ্ডুলিপি প্রকাশ করে। দুর্লভ এই সংগ্রহ আগ্রহী পাঠকদের সামনে কবি-কিশোর সুকান্ত ভট্টাচার্যের এক নিবিড় পরিচয় তুলে ধরবে, কবিকে জানা যাবে আরো অন্তরঙ্গ ও গভীরভাবে এই পাণ্ডুলিপি গ্রন্থের সুবাদে।
Reviews
There are no reviews yet.