উদয় মিনাকে চায়
Original price was: 175.00৳ .132.00৳ Current price is: 132.00৳ .
–
প্রতিটি মানুষের ভেতরে বহু মানুষ। বাইরের নয়, নিজেরই আদলে গড়া, কিন্তু মুখ ভিন্ন। এই মানুষের আকাঙ্ক্ষাও বহুমাত্রিক : খ্যাতি, ঐশ্বর্য, প্রেম, সংসার, সন্তান। এই অর্থে সরল মানুষ সে মোটেই নয়। জটিল আরো জটিল হয় যখন আকাঙ্ক্ষাগুলো বন্ধ্যাত্বে পৌঁছায়। ঔপন্যাসিক আনোয়ারা সৈয়দ হক সেই বন্ধ্যা জমির, সেই জটিল মানুষের, সেই মানুষের ভেতরে অন্য মানুষেরই ছবি এঁকেছেন উদয় মিনাকে চায়_ তাঁর সাম্প্রতিকতম উপন্যাসে। প্রতিবন্ধী এক শিশুকে ঘিরে দীর্ঘ এই উপন্যাস। প্রেম, বন্ধুত্ব, মাতৃত্ব- এই তিনের তৃষ্ণায় মনোজগতের এক বিক্ষুব্ধ মানচিত্র উদয় মিনাকে চায়। দেশ, কাল, সমাজ, যৌনক্ষুধার বিকৃতি ও সর্বোপরি নারীর মানসিক জগৎ বিশ্লেষণে তাঁর অসামান্য মুন্সিয়ানার স্বাক্ষর এ উপন্যাসের প্রতিটি অধ্যায়ে আমরা পাই। চমকিত, বিস্মিত হই, হয়তো অপ্রতিভও হয়ে পড়ি সত্যের সম্মুখে অকস্মাৎ পড়ে গিয়ে। আনোয়ারা সৈয়দ হক লিখছেন অনেকদিন থেকে এবং প্রতিটি উপন্যাসেই তিনি আমাদের সামনে তুলে ধরছেন এমন এক আয়না যার ভেতরে ফুটে ওঠে আমাদের ভেতর-মানুষটির মুখ। তাঁর লেখা তৃষিতা, সোনার হরিণ, জলনুড়ি, রুপালি স্রোত, সেই প্রেম সেই সময়, বাজিকর, নিঃশব্দতার ভাঙচুর, ভালোবাসার লাল পিঁপড়ে, অস্থিরতার কাল ভালোবাসার সময়_বাংলা উপন্যাসে নতুন এক মাত্রা যোগ করেছে। উদয় মিনাকে চায় উপন্যাসটি তারই ধারাবাহিকতায় অনন্য একটি রচনা। বর্তমানে আনোয়ারা সৈয়দ হক ইংল্যান্ডের একটি হাসপাতালে উপদেষ্টা মনোবিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন।
Reviews
There are no reviews yet.