শার্সিতে স্বদেশের মুখ
Original price was: 100.00৳ .75.00৳ Current price is: 75.00৳ .
–
কৃতী অর্থনীতিবিদ সেলিম জাহান দীর্ঘদিনের প্রবাসী, জাতিসংঘ মানৰ উন্নয়ন প্রতিবেদন প্রকাশের সূচনা থেকে জড়িত রয়েছেন এই কর্মধারার সঙ্গে এবং উন্নয়নের মানবিক ধারণা বিকশিত করার প্রচেষ্টায় বিশেষ অবদান রেখে চলেছেন। তাঁর কর্মক্ষেত্র এবং তাঁর জীবনদৃষ্টিভঙ্গি দুইয়ের সাযুজ্য বিশেষভাবে লক্ষণীয়। সেই সঙ্গে এটাও উল্লেখ্য, দূর প্রবাস দেশের সঙ্গে তাঁর কোনো বিচ্ছিন্নতা রচনা করতে সক্ষম হয় নি। অধিকন্তু প্রবাসের কর্মক্ষেত্র তাঁকে যে বিশ্ববীক্ষণ এবং প্রবাসের দূরত্ব যে প্রসারিত দৃষ্টি যুগিয়েছে সেসবের কল্যাণে তিনি ভিন্ন মাত্রিকতা নিয়ে তাকাতে পারেন স্বদেশের দিকে। এই দৃষ্টি নিছক অর্থনীতিবিদের নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে সংবেদী মানবিক আর্তি ও সাহিত্যশিল্পবোধ-জাত মননশীলতা। ফলে সেলিম জাহানের স্বদেশবিষয়ক প্রবন্ধাবলি হয়ে উঠেছে দর্পণে বিম্বিত বাংলার সামাজিক প্রতিকৃতি, যদিও সে-দর্পণকে তিনি বলেছেন শার্সি এবং সেখানে তিনি খুঁজে ফিরছেন স্বদেশের মুখ। নিশ্চিতভাবেই এই মুখচ্ছবি আরো নিবিড়ভাবে আমাদের জানতে-বুঝতে সাহায্য করবে স্বাদেশিক বাস্তবতা। সেলিম জাহানের গ্রন্থের পাঠ তাই স্বদেশভাবনায় সমর্পিত পাঠকদের জন্য হয়ে উঠবে ফলপ্রদ অভিজ্ঞতা।
Reviews
There are no reviews yet.