রবীন্দ্রনাথের হাতে হাত রেখে
Original price was: 200.00৳ .150.00৳ Current price is: 150.00৳ .
–
বাঙালির জাতিসত্তা বিকাশের সাংস্কৃতিক মাত্রা বুঝে নেয়ার প্রয়াসেই সন্জীদা খাতুনের বর্তমান গ্রন্থ, যে-জাগরণের এক প্রধান অবলম্বন হয়ে উঠেছিলেন রবীন্দ্রনাথ এবং যে-কর্মধারার অন্যতম রূপকার গ্রন্থকার স্বয়ং। দীর্ঘকালের সাংস্কৃতিক আন্দোলনের প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং শিল্প ও সঙ্গীত সাধনার নিবিড় উপলব্ধির মিশ্রণে তাই অনন্য হয়ে উঠেছে গ্রন্থের ভাষ্য। রবীন্দ্রনাথের হাতে হাত রেখে বটে, তবে জাগরণের পথ-পরিক্রমায় এসে যোগ হয়েছে আরো নানা মনীষীর অবদান, মননসাধনার আরো কত ধারা এবং সংস্কৃতি সাধনার ঐতিহ্যসংলগ্ন নানা বিশিষ্টতা। জাতিসত্তার উদ্বোধনের বহুমাত্রিক এই প্রবণতা বুঝে নিতে লেখক বিশ্লেষণ করেছেন বাঙালির মানসলোকে রবীন্দ্রনাথের জ্যোতির্ময় অবস্থান, দৃষ্টিপাত করেছেন বাংলা কাব্য-গীতির বিশিষ্টতার দিকে, বিবেচনা করেছেন বিভিন্ন গুণিজনের ভাবনাপ্রবাহ এবং জাতিসত্তার সাধনার মালিকা গেঁথে তুলেছেন তাঁর চার দশককাল জুড়ে লেখা বিভিন্ন রচনার ভাবগত ঐক্যসূত্রে। স্বাদু অথচ ব্যতিক্রমী এক ভাষাভঙ্গিতে সাংস্কৃতিক জাগরণের গভীর উপলব্ধিময় বিশ্লেষণ দাখিল করেছেন লেখক, বাঙালির সংস্কৃতি-সাধনার অনন্য এক দলিল, তার জীবনচর্যার পরিচয়লিপি।
Reviews
There are no reviews yet.