ছোটদের শহিদ সুলেমান হোসেন
Original price was: 120.00৳ .90.00৳ Current price is: 90.00৳ .
–
বাংলাদেশের মুক্তিযুদ্ধে দেশমাতার শৃঙ্খল-মোচনের আকুতি নিয়ে লড়াইয়ে ঝাঁপ দিয়েছিল অগণিত ছাত্র-তরুণ। তাঁদের অনেকে বিজয়ীর বেশে ঘরে ফিরেছিল, কেউ কেউ আর ফেরেননি। এঁদের মধ্যে এমনও অনেকে রয়েছেন যাঁদের অন্তিম পরিণতির কথা জানা যায়নি, মেলেনি লাশের কোনো সন্ধান। জানা গেছে কেবল এটুকুই যে, তাঁদের রক্ত মিশে আছে বাংলার মাটিতে। কালপরিক্রমায় সেই রক্তচিহ্ন মুছে গেলেও আত্মদানের স্মৃতি তো কখনো হারিয়ে যাওয়ার নয়। মাটিতে রক্তের দাগ অনুসরণ করে প্রতিজন শহিদের আত্মাহুতির ইতিকথা উদ্ঘাটন আমাদের জন্য জরুরি, যে-কাজ সম্পাদনের তাগিদ থেকে সিলেটের তরুণ শহিদ সুলেমান হোসেন স্মারকগ্রন্থ ইতিপূর্বে প্রণীত হয়েছিল তাঁর অনুগামী সুহৃদদের উদ্যোগে। এবার নতুন প্রজন্মের জন্য শহিদ সুলেমানের জীবনকথা দাখিল করেছেন দীপংকর মোহান্ত। দেশপ্রেম এবং মানব-মুক্তির আকুতি এক নবীনকে কীভাবে অনুপ্রাণিত করেছিল সেই কাহিনি আজকের কিশোর-কিশোরীদের যদি যোগায় নতুন প্রেরণা তবেই সার্থক বিবেচিত হবে এই গ্রন্থ, সার্থক হতে পারবে শহিদ সুলেমানের আত্মদান।
Reviews
There are no reviews yet.