কি কি ডিয়ারি এবং বাদলদের অভিযান
Original price was: 100.00৳ .75.00৳ Current price is: 75.00৳ .
উৎসর্গ
তামজিদ মাহবুবুল করিম কল্যাণীয়েঘু-
ভূশচি-বনে ভালুক নাচে শিশির ঝরে রাতে
কোথায় কারা পড়লো ধরা কে জানে কার হাতে।
ঢুকলে কিকি হরিণ-চোখে বাঘের পিঠে ঘোগ
বনে-বনে জাগলো সাড়া — কে করে ভুলচুক।
মাথায় ছাতা হুতোম পেঁচা ওড়েন চাঁদের পানে
ভূশচি-বনের বাঘ ক্ষেপেছে— কেউ জানো কি মানে?
কার ঘাড়ে রে তিনটে মাথা ঘ্রাও-ঘেরোয়া-গ্রাম
কে তুই বেটা কাঠ কেটেছিস — তোকেই ধরে খাম;
কাঠঠোকরা সবটা জানে বাদল জানে কম
বড্ড চালাক শেয়াল মামা তাড়ায় তাকে টম
কি দিয়ে যে কী হলো আর কী হলো কি দিয়ে
বনের কর্তা পালিয়ে গেল প্রাণটা হাতে নিয়ে
ইতল বিতল করচাও
এই লেখাটা পড়ে যাও
এই কাহিনী চারটি পুতুল বাদল-বর্ষা-বৃষ্টি আর হিমুর, যারা পেয়েছিল প্রাণ। এই কাহিনী মিষ্টি জোনাকি কিকির, মিঠাপুকুরের ঝিলের ধারে যার বাস এবং শিকারি বালকদের তাড়া থেকে বাঁচতে যে ঢুকে পড়েছিল হরিণছানা ডিয়ারির চোখের ভেতর। এই কাহিনী বনের পশুপাখি গাছগাছালি তৃণলতার। সেই সঙ্গে এই কাহিনী লোভী ও হিংস্র মানুষদের যারা ধ্বংস করছে বন, কেটে ফেলছে গাছ, হত্যা করছে জীবজন্তু পশুপাখি। অবাক করা এই কাহিনী পাখা মেলেছে কল্পনায়, ঘটে চলে একের পর এক অত্যাশ্চর্য সব অঘটন। আনাগোনা চলে কতোরকম পশুপাখির, তাদের আচার- আচরণ-কথাবার্তা আনন্দের হুল্লোড় বয়ে আনে। বাদ্যি বাজিয়ে আসে আদ্যিকালের বদ্যি ঝিঁঝি। লোমের কম্বল-পরা ছিঁচকাঁদুনে ছুঁচো বেরয় খুঁজতে কুঁচো মাছ। হোৎকা ভালুক চৌধুরী শাসমল গাছের গুঁড়িতে আঁচড় কেটে লিখে রাখে বার্তা। আর আছে সবার ওপর বাঘমামা, ‘ঘ্রাম ভ্রাম হালুম, এই তো আমি আলুম’, বলে সে কি রাজকীয় আবির্ভাব তার! আনন্দময় বনে চলে ত্রস্ত শিকারির আনাগোনা, লোভী চতুরালি গাছ কেটে করছে সাফ, তার দোসর হয়েছে বনকর্তা, যার ভুঁড়ি এতো বিশাল যে বেল্ট আর কাঁধের ক্রস-ফিতে ছাড়া কোমড়ে প্যান্ট ধরে রাখতে পারে না। হৈ-চৈ ঠাট্টা-তামাশার পাশাপাশি চলে পশুপাখির বাঁচার লড়াই, চার পুতুল তাদের সঙ্গে হাত মেলায়, কাহিনীর, গতি হয়ে পড়ে রুদ্ধশ্বাস। মাহবুব সাদিক কিশোরদের জন্য এই চমৎকার কাহিনী শুনিয়েছেন আশ্চর্য ভাষায়, শব্দ নিয়ে খেলেছেন হুটোপুটি, আর কল্পনার রাজ্যে বিচরণ করলেও পা দুটো সবসময়ে রেখেছেন বাস্তবের শক্ত মাটিতে। ফলে অনন্যতায় ভাস্বর এক সার্থক ও মৌলিক কিশোর উপন্যাস তুলে দেয়া গেল নবীন-নবীনা পাঠকদের হাতে।
Reviews
There are no reviews yet.