ফরাসি রূপকথা
Original price was: 200.00৳ .150.00৳ Current price is: 150.00৳ .
–
রূপকথা চিরকালের। রূপকথা সকল দেশের। দেশ ও কালের সীমা পার হয়ে রূপকথা পৌঁছে যায় মানুষের মনের রাজ্যে, সাড়া জাগায় তার প্রাণের বীণায়। দেশে দেশে প্রচলিত রূপকথার মধ্যে পার্থক্য আছে অনেক, আবার কোথায় যেন রয়েছে বড় রকমের মিল। কবে কোন্ কালে লোকের মুখে মুখে ফিরতো এইসব কাহিনী, তারপর যুগের পর যুগ, শতকের পর শতক পার হয়েও আজো তা সজীব হয়ে আছে। রূপকথার গল্পে অলৌকিকের ছোঁয়া থাকলেও তার মধ্য দিয়ে মানুষ বুঝি তার বাস্তব জীবন ও জগৎকেই বুঝে নিতে চাইছিল। মানুষের এই চাওয়ার তো শেষ নেই, রূপকথারও তাই মৃত্যু নেই। চিরকালের এইসব রূপকথা ছোটদের জন্য মনোহর ভঙ্গিতে বর্ণনা করেছেন এহসান চৌধুরী। ছোটদের মতো করে লিখতে পারা খুব সহজ কাজ নয়, আর এই কঠিন কাজে নানা সাফল্যের পরিচয় রেখেছেন তিনি। তাই ফরাসি দেশের ছয়টি রূপকথা নিয়ে তাঁর এই বইটি নবীন পাঠকদের মন জয় করবে বলে আশা করা যায়। চীনা লোককাহিনীর আরেকটি বইও আমরা পেয়েছি তাঁর কাছ থেকে। ঝলমলে এইসব গল্পের রাজ্যে তিনি অনায়াসে টেনে নিয়ে যান ছোটদের, তাদের মন ভরে তোলেন মায়াবি সব কাহিনী শুনিয়ে। আর এভাবে দূরকে করেন কাছের, গল্পের সূত্রে বড় করে তোলেন খুদে পাঠকের চিত্ত এবং নিবিড় করেন মানুষের সঙ্গে মানুষের যোগ। এসব কারণেই রূপকথা তো অতীতের নয়, চিরকালের; কোনো এক দেশের নয়, সকলের। ফরাসি রূপকথা সেই আনন্দ- কথা শুনিয়ে যায় বাংলার ছেলেমেয়েদের।
Reviews
There are no reviews yet.