নারী মুক্তিযোদ্ধা তারামন বিবি বীরপ্রতীক
Original price was: 300.00৳ .225.00৳ Current price is: 225.00৳ .
–
মুক্তিযুদ্ধে নারীর তাৎপর্যময় অংশগ্রহন এবং ইতিহাসে সেই অংশীদারিত্বের স্বীকৃতি প্রদানে রাষ্ট্র ও সমাজের ব্যর্থতার জ্বলজ্বলে উদাহরন হয়ে আছেন দূর কুড়িগ্রামের প্রান্তিক নারী তারামন বিবি। কেবল যুদ্ধের ইতিহাস থেকে হারিয়ে যাননি এই সাহসী নারী, লোকস্মৃতি থেকেও মুছে গিয়েছিলেন তিনি। খেতাব পেয়েছিলেন বীরপ্রতীক,তবে সেই খেতাবের কথা তিনি যেমন জানকে পারেন নি,তেমনি রাষ্ট্রের কর্মকর্তারাও তার সন্ধান নিয়ে যথোপযুক্তভাবে সন্মান জানাবার কর্তব্য পালন করেন নি। জনারণ্যে অজ্ঞাতজন হয়ে হারিয়ে গিয়েছিলেন তারামন বিবি। ২৪ বৎসর পর অনুসন্ধিৎসু কয়েক ব্যাক্তির প্রয়াস আবারও তারামন বিবিকে তুলে আনে বিস্মৃতির অতল থেকে, রাষ্ট্র ও সমাজ সক্রিয় হয়ে সংবর্ধনা জানায় বীর নারীকে। সবাই তখন বিস্ময়ের সঙ্গে জেনেছিল কীভাবে একান্ত স্বাভাবিকভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপ দিয়েছিলেন ভূমিহীন কৃষক পরিবার থেকে আগত এই নারী। অধিকতর বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছিল বিস্মৃতি ঘুচিয়ে জাতীয়ভাবে সম্মানিত হওয়ার পর তিনি নিজের জন্য কিছু চাননি, চেয়েছেন প্রান্তিক সমাজ থেকে আগত হাজারো মুক্তিযোদ্ধার সুন্দরভাবে বাঁচার অধিকার। অনন্য নারী তারামন বিবি বীরপ্রতীকের জীবনের পূর্বাপর বৃত্তান্ত রচনা করেছেন মুক্তিযুদ্ধ-অন্তপ্রাণ গবেষক তাজুল মোহাম্মদ। মুক্তিযুদ্ধের ইতিহাস এবং যুদ্ধ-পরবর্তী ঘটনা ধারার এই উদ্ভাসন আলোড়িত করবে সকল পাঠকের হৃদয়, বিশেষভাবে আজকের প্রজন্মের সদস্য-সদস্যাদের, সেই প্রত্যাশা আমাদের রয়েছে।
Reviews
There are no reviews yet.