মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসক জীবনকোষ
Original price was: 1,250.00৳ .938.00৳ Current price is: 938.00৳ .
উৎসর্গ
আমার নিজের যতটুকু পরিচয়,
তোমাদের থেকে পাওয়া ছাড়া কিছু নয়।
কেবলই নিয়েছি তোমাদের থেকে,
দিতে দিতে আমাকে দিয়েছো ঢেকে।
সময় পেরিয়ে গেছে নিতে আর নিতে।
কখনো পারিনি মনমত কিছু দিতে।
তোমাদের প্রথম সন্তান যেমন আমি,
আমার প্রথম বই কিছুটা তেমন দামি।
তাই তোমাদের হাতে তুলে দেই আজ-
শহীদের জন্য লেখা আমার এ কাজ।
আব্বাজী
মুহাম্মদ শফীউল্যাহ
আম্মাজী
খোরশেদা পাহলোয়ানকে
তোমার ছোঁয়ায় পীড়িত মানুষ জীবন ফিরে পেতো,
তোমার কথায় মলিন মুখটা হাসিতে ভরে যেতো,
তবুও তোমার জীবন নিল নরপিশাচের দল-
তোমার রক্তে লোহিত হলো পদ্মা নদীর জল,
বাংলাদেশের জন্ম হলো, ফুটলো শতদল,
তাই তোমার জন্য এখনো আসে দুচোখ ভরে জল।
তোমার পরশে অন্ধজনেরা আলোর ঠিকানা পেতো,
প্রিয়হাত ধরে বনের গহীনে জোছনা দেখতে যেতো।
তোমার যতনে বধিরমূকের কণ্ঠ ধ্বনিত হতো,
মুক্তিযুদ্ধে আকাশ কাঁপিয়ে জয়ের শ্লোগান দিতো;
তাইতো তোমার জীবন নিল মীর জাফরের দল,
তোমার রক্তে লোহিত হলো মেঘনা নদীর জল;
বাংলাদেশের জন্ম হলো, ফুটলো শতদল,
তাই তোমার জন্য এখনও নামে দুচোখ বেয়ে ঢল।
তোমার আদরে দুখিনী বধূর কোলটা ভরে যেতো,
নতুন শিশুর কান্না হাসিতে পৃথিবী মুখর হতো।
তোমার সেবায় আহত যোদ্ধা সুস্থ হয়ে যেতো,
নতুন সাহসে বুকটা বেঁধে আবার যুদ্ধে যেতো;
তাইতো তোমার জীবন নিল নরখাদকের দল,
তোমার রক্তে লোহিত হলো যমুনা নদীর জল;
বাংলাদেশের জন্ম হলো, ফুটলো শতদল,
তাই তোমার জন্য এখনো আসে দুচোখ ভরে জল।
Reviews
There are no reviews yet.