আইয়ুব খানের কুমির শিকার ও অন্যান্য
আলমগীর সাত্তার বিরল ব্যক্তিত্ব, নানা গুণে গুণান্বিত, জীবনের অভিজ্ঞতায় বিপুলভাবে সমৃদ্ধ। পেশায় তিনি বিমান চালক, যৌবনে অযাচিত স্নেহ ও সান্নিধ্য পেয়েছিলেন বঙ্গবন্ধুর, নিশ্চিত জীবনের প্রলোভন বিসর্জন দিয়ে ঝাঁপ দেন অনিশ্চিত মুক্তিযুদ্ধে, কিলো ফ্লাইটের সদস্য হিসেবে সাহসিক ভূমিকার জন্য অর্জন করেন বীরপ্রতীক খেতাব।
জীবনের পথচলার বিচিত্র সব অভিজ্ঞতা তাঁর লেখক—সত্তা জাগিয়ে তোলে। আকাশপথের ভ্রমণকথা এবং সমাজের অসঙ্গতি ঘিরে রম্যরচনা লিখে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। ক্রমে বিস্তার পায় তাঁর রচনাধারা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ও ভিন্নধর্মীর প্রতি তি যেমন রচনা করেছেন, তেমনি লিখেছেন মানুষের আকাশ ও মহাকাশ জয়ের কাহিনি, লিখেছেন মুক্তিযুদ্ধের কথা, কিশোর উপন্যাস। এর পাশাপাশি প্রবহমান রয়েছে তাঁর রম্যরচনার ধারা, হয়েছে আরো স্বাদু ও তীক্ষ্ণ, নিছক রসের স্রোতে ভাসিয়ে দেয়া নয়, সমাজসত্যের মুখোমুখি পাঠককে দাঁড় করিয়ে দেয় সেসব লেখা। আলমগীর সাত্তারের রম্যকথার বাছাই সংকলন বাংলা সাহিত্যে রসরচনার ধারায় আলাদা আসন করে নেবে নিশ্চয়। সেই সাথে পাঠকদের জন্য হবে এক ভিন্নতর প্রাপ্তি।
আইয়ুব খানের কুমির শিকার ও অন্যান্য
আলমগীর সাত্তার বিরল ব্যক্তিত্ব, নানা গুণে গুণান্বিত, জীবনের অভিজ্ঞতায় বিপুলভাবে সমৃদ্ধ। পেশায় তিনি বিমান চালক, যৌবনে অযাচিত স্নেহ ও সান্নিধ্য পেয়েছিলেন বঙ্গবন্ধুর, নিশ্চিত জীবনের প্রলোভন বিসর্জন দিয়ে ঝাঁপ দেন অনিশ্চিত মুক্তিযুদ্ধে, কিলো ফ্লাইটের সদস্য হিসেবে সাহসিক ভূমিকার জন্য অর্জন করেন বীরপ্রতীক খেতাব।
জীবনের পথচলার বিচিত্র সব অভিজ্ঞতা তাঁর লেখক—সত্তা জাগিয়ে তোলে। আকাশপথের ভ্রমণকথা এবং সমাজের অসঙ্গতি ঘিরে রম্যরচনা লিখে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। ক্রমে বিস্তার পায় তাঁর রচনাধারা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ও ভিন্নধর্মীর প্রতি তি যেমন রচনা করেছেন, তেমনি লিখেছেন মানুষের আকাশ ও মহাকাশ জয়ের কাহিনি, লিখেছেন মুক্তিযুদ্ধের কথা, কিশোর উপন্যাস। এর পাশাপাশি প্রবহমান রয়েছে তাঁর রম্যরচনার ধারা, হয়েছে আরো স্বাদু ও তীক্ষ্ণ, নিছক রসের স্রোতে ভাসিয়ে দেয়া নয়, সমাজসত্যের মুখোমুখি পাঠককে দাঁড় করিয়ে দেয় সেসব লেখা। আলমগীর সাত্তারের রম্যকথার বাছাই সংকলন বাংলা সাহিত্যে রসরচনার ধারায় আলাদা আসন করে নেবে নিশ্চয়। সেই সাথে পাঠকদের জন্য হবে এক ভিন্নতর প্রাপ্তি।