-25%
স্মৃতি সত্তা ভবিষ্যৎ: রাখী দাশ পুরকায়স্থ স্মারকগ্রন্থ
Original price was: 1,000.00৳ .750.00৳ Current price is: 750.00৳ .
রাখী দাশ পুরকায়স্থের কপালে জ্বলজ্বল করতো রক্তিম টিপ, তবে তাঁর চেয়েও উজ্জ্বল ছিল তাঁর জীবনধারা, সদা-উচ্ছ্বল প্রাণবন্ত তেজোদীপ্ত উপস্থিতি। কর্মের নানা ক্ষেত্রে, বিশেষভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা ও মানবমুক্তির ব্রতে, মিছিলে সংগ্রামে রাজপথে, নারীদের সচেতন ও সংগঠিত করার কাজে, নারীর প্রতি সহিংসতা রুখতে, নির্যাতিতের পাশে থেকে সান্ত্বনা যোগাতে এবং এমত অজস্রভাবে নিজেকে ছড়িয়ে দিয়েছিলেন তিনি। নিপীড়িত জাতিসত্তার মানুষদের যুগিয়েছেন অভয়বাণী, সাম্প্রদায়িক সংঘাত মোকাবিলায় দাঁড়িয়েছেন দৃঢ়চিত্ত। সেই সাথে আরো কতভাবেই-না কর্মমুখর ছিলেন কল্যাণব্রতী সংগ্রামী এই নারী। দেশের বাইরে নারীমুক্তির আন্তর্জাতিক পরিসরেও ছিল তাঁর বিচরণ। পেশাগত জীবন তাঁকে সম্পৃক্ত করেছিল বাংলার কৃষক-সমাজের সাথে, ছিল সমাজের নানা স্তরের মানুষের সঙ্গে মেলামেশা। পাশাপাশি ছিল তাঁর পারিবারিক সত্তা, মমতা ও প্রীতির বন্ধনে আপ্লুত করেছেন বহুজনকে।
রাখী দাশ পুরকায়স্থের আকস্মিক বিদায় বিহ্বল ও বেদনামথিত করেছে নানা ক্ষেত্রে ছড়িয়ে থাকা নানা মানুষকে। জীবনাবসান হলেও তাঁর সত্তা তাই দেদীপ্যমান, সেই স্মৃতি মুছে যাওয়ার নয়, একই সাথে তা’ পথ দেখায় আগামীর, প্রেরণা যোগায় নারীর জন্য সমাজের জন্য, দেশের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের কর্মযজ্ঞে। এখানেই রাখী দাশ পুরকায়স্থের সার্থকতা, আমাদের স্মৃতি সত্তা ভবিষ্যতের অংশী যে-জন।
-25%
স্মৃতি সত্তা ভবিষ্যৎ: রাখী দাশ পুরকায়স্থ স্মারকগ্রন্থ
Original price was: 1,000.00৳ .750.00৳ Current price is: 750.00৳ .
রাখী দাশ পুরকায়স্থের কপালে জ্বলজ্বল করতো রক্তিম টিপ, তবে তাঁর চেয়েও উজ্জ্বল ছিল তাঁর জীবনধারা, সদা-উচ্ছ্বল প্রাণবন্ত তেজোদীপ্ত উপস্থিতি। কর্মের নানা ক্ষেত্রে, বিশেষভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা ও মানবমুক্তির ব্রতে, মিছিলে সংগ্রামে রাজপথে, নারীদের সচেতন ও সংগঠিত করার কাজে, নারীর প্রতি সহিংসতা রুখতে, নির্যাতিতের পাশে থেকে সান্ত্বনা যোগাতে এবং এমত অজস্রভাবে নিজেকে ছড়িয়ে দিয়েছিলেন তিনি। নিপীড়িত জাতিসত্তার মানুষদের যুগিয়েছেন অভয়বাণী, সাম্প্রদায়িক সংঘাত মোকাবিলায় দাঁড়িয়েছেন দৃঢ়চিত্ত। সেই সাথে আরো কতভাবেই-না কর্মমুখর ছিলেন কল্যাণব্রতী সংগ্রামী এই নারী। দেশের বাইরে নারীমুক্তির আন্তর্জাতিক পরিসরেও ছিল তাঁর বিচরণ। পেশাগত জীবন তাঁকে সম্পৃক্ত করেছিল বাংলার কৃষক-সমাজের সাথে, ছিল সমাজের নানা স্তরের মানুষের সঙ্গে মেলামেশা। পাশাপাশি ছিল তাঁর পারিবারিক সত্তা, মমতা ও প্রীতির বন্ধনে আপ্লুত করেছেন বহুজনকে।
রাখী দাশ পুরকায়স্থের আকস্মিক বিদায় বিহ্বল ও বেদনামথিত করেছে নানা ক্ষেত্রে ছড়িয়ে থাকা নানা মানুষকে। জীবনাবসান হলেও তাঁর সত্তা তাই দেদীপ্যমান, সেই স্মৃতি মুছে যাওয়ার নয়, একই সাথে তা’ পথ দেখায় আগামীর, প্রেরণা যোগায় নারীর জন্য সমাজের জন্য, দেশের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের কর্মযজ্ঞে। এখানেই রাখী দাশ পুরকায়স্থের সার্থকতা, আমাদের স্মৃতি সত্তা ভবিষ্যতের অংশী যে-জন।