পঞ্চাশ বছর আগে রাজশাহী থেকে প্রকাশিত হয়েছিল এই গ্রন্থের প্রথম সংস্করণ, গাঢ় বাদামি রঙের জমিনের ওপর পরিপাটি হস্তাক্ষরে কেবল গ্রন্থ ও লেখকের নাম লেখা, এমনি নিরাভরণ ছিল এর সজ্জা। ভেতরের ছাপা মফস্বলী ধাঁচ থেকে কোনোভাবেই মুক্ত ছিল না, সেটা বোধ করি সম্ভবও নয়। কিন্তু তারপর থেকে বাংলা ছোটগল্প পাল্টে গেল খোল-নলচে সমেত। এই দীন প্রকাশনাই বাংলা-সাহিত্যে উজ্জ্বল বৈভবের যোগান দেয়। কাল যা ছিল সমকালীন, আজ তা হয়ে ওঠে প্রাচীন। তবুও তো গল্প কখনো পুরনো হয় না। ঘটনার ঘনঘটা এড়িয়ে গল্প হয়ে ওঠে জীবনের পরম বাস্তবতার গাঢ় উচ্চারণ, দিনযাপনের দুঃখ-বেদনা-আনন্দ-গ্লানি গল্পের পরতে পরতে মিশে থাকে, রূপরসের প্রত্যাশী করে তোলে পাঠককে। বাংলা-সাহিত্যের ইতিহাসে কোনো একটি গ্রন্থের এমন তাৎপর্যময় প্রভাব আর বিশেষ দেখা যায় নি। আমাদের অস্তিত্বকে আমূল নাড়া দিয়ে যায় গ্রন্থভুক্ত প্রতিটি গল্প। জীবনচেতনা ও ভাষাভঙ্গির অপূর্ব সমন্বয়ে স্মরণীয় হয়ে উঠেছে এই গ্রন্থ। চিরায়ত এই গল্পগ্রন্থের নবম মুদ্রণ এখন নিবেদিত হলো। শতাব্দীর অন্যতম সেরা এই গল্পগ্রন্থের তাৎপর্য কখনোই বুঝি ক্ষুণ্ণ হওয়ার নয়।
Reviews
There are no reviews yet.