টঙ্গিবাড়ি সোনারং বজ্রযোগিনী। মেদিনীমণ্ডল কদুরখিল লাম্বুরহাট।
কীর্তিনাশা পদ্মা পাহাড়ী সোমেশ্বরী পরগনা সুসং। আলী হোসেন গৌরাঙ্গ সুকুরবানু রাধাশ্যাম রমেশ শীল। দীপঙ্করের দেশ গো, জল-বেহুলার দেশ।
এর মাটির ভাঁজে ভাঁজে অশ্রু ঘাম আর সংগ্রামের চিহ্ন। চোখ থাকলেই দেখা যায়, নইলে নয়। না, কোনোটাই থামে নি : এখনো সংগ্রাম এখানো নোনা ঘাম এখনো চোখের জল। দেখতে চাইলেই দেখা যায় নইলে নয়।
বরণ্যে কবি সুভাস মুখোপাধ্যায় দেখেছেন তাঁর কবির চোখ দিয়ে, তাঁর স্বপ্নভুক হৃদয়ের শতদল মেলে। বাহান্নর রাষ্ট্রভাষা, একাত্তরের পঁচিশে মার্চ। অনাদি দিনের দুঃখ বুকে নিয়ে অনাগত ভবিষ্যতের আশায় বুক বেঁধে হাটে মাঠে গঞ্জেগেরামে এই চারণ-কবি ঘুরে বেড়িয়েছেন।
কে আর বলতে পারে তিনি ছাড়া?
বাতাসে সব দুঃস্বপ্ন
আকাশে যাক উড়ে-
শুয়ে শুয়ে দিন গুনছে
পারুল বোন আমার ।
Reviews
There are no reviews yet.