জাপান এক বিস্ময়ভরা দেশ। দ্বিতীয় মহাযুদ্ধে বিধ্বস্ত এই দ্বীপভূখণ্ড আবার কীভাবে জেগে উঠলো, শিল্পে-বিজ্ঞানে, নতুন প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহারে চমক সৃষ্টি করে বিশ্বের অগ্রগণ্য দেশের একটি হয়ে উঠলো সেটা সবার সম্ভম জাগায়। জাপানি সমাজ একদিকে অগ্রসর ও আধুনিক হয়েছে, আরেক দিকে ঐতিহ্যে নিবিড়ভাবে অবগাহন অব্যাহত রেখে আধুনিকতায় যোগ করেছে ভিন্নতর মাত্রা। এই জাপান দেশে সফরে গিয়েছিলেন কথাসাহিত্যিক শিশু-সংগঠক বিপ্রদাশ বড়ুয়া বাংলাদেশের শিশু-প্রতিনিধিদলের নেতা হয়ে। জাপানের নানা দিকের পরিচয় গ্রহণের বিশেষ সুযোগ তাদের লভ্য হয়েছিল। সেই সাথে এক জাপানি পরিবারের সঙ্গে মিশেছিলেন নিবিড়ভাবে। কথাশিল্পী হিসেবে লেখক সবসময়ে গভীর দৃষ্টিতে দেখতে চেয়েছেন বাস্তবতা, আর জাপানি ঐতিহ্য তো তাঁকে আকর্ষণ করেছে প্রবলভাবে। ফলে অসাধারণ এক ভ্রমণভাষ্য হয়ে উঠেছে ‘মায়াবী জাপান’, মামুলি দেশ-দেখা নয়, দেশের অন্তরছবি ফুটে ওঠে এখানে।