দূর মফঃস্বলের শহর ও গ্রামজীবনে মুক্তিযুদ্ধের অভিঘাত নিয়ে সংবেদনশীল গল্পের পসরা সাজিয়েছেন স্বাতী চৌধুরী। মুক্তিযুদ্ধের বহুমাত্রিকতার পরিচয় বহন করে এইসব গল্প, যেখানে জীবনের বিচিত্রতা ও ইতিহাসের অমোঘতা মূর্ত হয়ে উঠেছে জনজীবনের নিত্যকার প্রবাহে, একই সঙ্গে যা বিশিষ্ট ও সার্বজনীন। মুক্তিযুদ্ধ সাধারণ মানুষের আটপৌরে জীবনে যে তোলপাড় জাগিয়েছিল, ত্যাগ ও বীরত্বের আখ্যান রচনায় নিম্নবর্গীয় মানুষজনের যে ভূমিকা তা অনেকাংশে থেকে গেছে আড়ালে। গ্রন্থভুক্ত গল্পসমূহ সেই অনালোকিত থেকে গেছে আড়ালে। গ্রন্থভুক্ত গল্পসমূহ সেই অনালোকিত জীবনের ওপর নতুনভাবে আলোকম্পাত করবে, পাঠককে নিয়ে যাবে বাস্তবের গভীরে। স্বল্প-পরিচিত আঞ্চলিক ও সামাজিক বৃত্তের যে আখ্যাত বিধৃত হয়েছে গল্প-পঞ্চমে তা পাঠকের জন্য বয়ে আনবে আলাদা ব্যঞ্জনা। কেননা এইসব গল্প কেবল জীবনের পাঠ নয়, ইতিহাসের এক আলোড়নময় পর্বে ব্যক্তি মানুষের সুখ-দুঃখ-আশা-নিরাশার কথকতা, সাধারণ মানুষের অস্বীকৃত অথচ অজেয় প্রাণশক্তির পরিচয় এখানে মেলে। প্রান্তিক লেখক স্বাতী চৌধুরী প্রান্তজনের গল্প বলেছেন এবং এভাবে সম্পৃক্ত হয়েছেন মূলধারায়। সাহিত্যে যারা জীবনরসের সন্ধানী সেইসব হার্দ্য পাঠকদের জন্য বর্তমান গল্পগ্রন্থ বিবেচিত হবে অবশ্যপাঠ্য হিসেবে।
Reviews
There are no reviews yet.